মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করার সিদ্ধান্ত

নতুন প্রতিনিধি, আগরতলা, ২ জুন।। রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের পুরস্কৃত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, ত্রিপুরায় বহু বিশিষ্ট ব্যক্তির একাধিক ক্ষেত্রে সমাজে তাদের অসামান্য অবদান রয়েছে৷ সম্পতি থাঙ্গা ডার্লং এবং বেনী চন্দ্র জমাতিয়াকে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ভারতের অনেক রাজ্য বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার এবং সম্মান প্রদান করে৷ এ বিষয়ে তিনি মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন পুরস্কার প্রদানের কথা উল্লেখ করেন৷ রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে পূর্ণ রাজ্য দিবসে প্রতিবছর রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পুরস্কার প্রদান করা হবে৷ মোট ৫টি পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছে৷ সাহিত্য, শিল্প, ক্রীড়া, বিজ্ঞান, সামাজিক কাজ, সাংবাদিকতা, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হবে ত্রিপুরা বিভূষণ সম্মান৷ পুরস্কার স্বরূপ ৫ লক্ষ টাকা ও মারক প্রদান করা হবে৷ একই ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ত্রিপুরা ভূষণ সম্মান দেওয়া হবে৷ পুরস্কার স্বরূপ এই ক্ষেত্রে ২ লক্ষ টাকা সহ মারক প্রদান করা হবে৷ এস ডি বর্মন মেমোরিয়াল সম্মান দেওয়া হবে সঙ্গীত, শিল্প, সংস্ক’তি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য৷ এক্ষেত্রে পুরস্কার স্বরূপ নগদ ১ লক্ষ টাকার অর্থরাশি ও মারক দেওয়া হবে৷ মহারাণী কাঞ্চনপ্রভা দেবী মেমোরিয়াল সম্মান দেওয়া হবে মহিলা ক্ষমতায়ন, মহিলা ও শিশুর যত্ন, মহিলাদের মধ্যে স্বাক্ষরতা অভিযানে অসামান্য অবদানের জন্য৷ পুরস্কার স্বরূপ ১ লক্ষ টাকা ও মারক দেওয়া হবে৷ এছাড়া, বিজ্ঞান ও পরিবেশ সংক্রান্ত কর্মসূচি এবং নতুন উদ্ভাবনী কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কৃত করা হবে৷ এই ক্ষেত্রে পুরস্কার স্বরুপ ১ লক্ষ টাকা ও মারক দেওয়া হবে৷ শিক্ষামন্ত্রী জানান, পুরস্কারের জন্য ব্যক্তিদের মনোনীত করতে রাজ্য সরকার একটি কমিটি গঠন করবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?