সিঁড়ির মতো বিস্তৃত কাঠামো ধসে পড়ে দুই ইসরায়েলি নিহত, দেড় শতাধিক

অনলাইন ডেস্ক, ১৭ মে।। অধিকৃত পশ্চিম তীরে একটি অসমাপ্ত সিনাগগে সিঁড়ির মতো বিস্তৃত কাঠামো ধসে পড়ে দুই ইসরায়েলি নিহত ও দেড় শতাধিকের বেশি আহত হয়েছে।

স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে আলজাজিরা জানায়, রবিবার ইহুদিদের ছুটির দিনে এ ঘটনা ঘটে। অতিরক্ষণশীল একদল ইহুদী ওই সময় সিনাগগের একটি পাঠাতনে অবস্থান করছিলেন। শাভুয়াতের প্রার্থনার শুরুতে যা ভেঙে পড়ে।

এ সময় ১২ বছরের এক বালক ও পঞ্চাশোর্ধ এক ব্যক্তি নিহত হয়। আহত হয় ১৫৭ জনের বেশি। খুব দ্রুতই ঘটনাস্থলে হাজির হন উদ্ধারকর্মীরা, আহতদের তারা হাসপাতালে নিয়ে যান।

উত্তর ইসরায়েলের এক ধর্মীয় উৎসবে ৪৫ রক্ষণশীল ইহুদী নিহত হওয়ার ঘটনার দুই সপ্তাহ পর এ ঘটনা ঘটল।

ইসরায়েল মিলিটারি এক বিবৃতিতে জানায়, তার ঘটনাস্থলে চিকিৎসক ও উদ্ধারকর্মীদের পাঠিয়েছে। সেনা হেলিকপ্টারের মাধ্যমে আহতদের সরানো হচ্ছে।

এক ভিডিও ফুটেজে ঘটনাটি ওঠে আসে। সেখানে দেখা যায়, রবিবার সন্ধ্যার প্রার্থনার সময় হঠাৎ সিঁড়ির মতো কাঠামোটি ধসে পড়ছে।এ সময় সিনাগগটিতে কয়েকশ’ মানুষ উপস্থিত ছিল।

শাভুয়াত হলো বসন্তকালীন শস্য উৎসব। ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী, এ দিন সিনাই পর্বতে হযরত মুসা (আ.)-এর ওপর তোরাহ বা তাওরাত অবর্তীণ হয়। সাধারণত এ উপলক্ষে সারা রাত তোরাহ পড়া হয়, গ্রহণ করা হয় দুগ্ধ জাতীয় খাবার।

ভিতাত জিভ শহরের পাঁচ তলা ভবনটি অসমাপ্ত ও বিপজ্জনক ছিল। সেখানে প্রার্থনার অনুমতি না থাকলেও তা অগ্রাহ্য করা হয়। ‘নিরাপত্তার কারণে প্রবেশ নিষেধ’ এমন সতর্কতাও হিব্রু ভাষায় লেখার রয়েছে এর দেয়ালে।

ইসরায়েলে রাজনৈতিকভাবে ক্ষমতাবান সংখ্যালঘু অতিরক্ষণশীল গোষ্ঠীটি ব্যাপক স্বাধীনতা ভোগ করে। যা নিয়ে আগে থেকেই সমালোচনা ছিল। গত বছর তারা করোনা বিধি লঙ্ঘন করে রোষের মুখে পড়ে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?