নতুন প্রতিনিধি, সোনামুড়া, ২ জুন।। সোনামুড়া মহকুমায় আজ বেলা ১১ টায় কৃষক ফ্রন্টের উদ্যোগে মহকুমার ৫টি স্হানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই কর্মসূচি করা হয়। এতে সোনামুড়ায় আলোচনা করেন সারা ভারত কৃষক সভার মহকুমা সম্পাদক শামসুল হক, সভাপতি সুরেশ দাস। বক্সনগরে সহিদ চৌধুরী, মোহনভোগে রামচন্দ্র নোয়াতিয়া। দাবী সনদ হল, কৃষকদের ঋণ মুকুব, কৃষি সামগ্রী দেড় গুন দামে কেনা, ভাগচাষিদের সমস্ত সরকারি পরিকল্পনায় আনা, বিনামূল্যে বীজ প্রদান, অর্ধেক মূল্যে অন্যান্য কৃষি সামগ্রী প্রদান, সবার জন্য সরকারি চিকিৎসা করা ইত্যাদি। এদিকে সিপিআইএম সোনামুড়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে সোমবার সোনামুড়ার এসডিএমের কাছে ডেপুটেশান ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ ডেপুটেশান শেষে সাংবাদিক সম্মেলনে সিপিআইএম সোনামুড়া বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এ বি,য়ে বিস্তারিত তথ্য জানান৷ তারা জানান, গ্রাম ও শহর এলাকায় যে সব কেয়ারেন্টাইন গড়ে তোলা হয়েছে যেগুলিতে যাতে যাবতীয স্বাস্থ্যবিধি মেনে চলা হয় সে দিকে সতর্ক দৃষ্টি রাখা, কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকের করোনা পরীক্ষা করানো, করোনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত প্রত্যেককে কোয়ারেন্টাইনে রাখা প্রভৃতি৷ এসডিএম দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে৷