অনলাইন ডেস্ক, ১৬ মে।। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল রোববারও হামলা চালিয়েছে। টানা সপ্তম দিনের মতো বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ১৮১ জন নিহত হয়েছে বলে রয়টার্স জানায়। যাদের মধ্যে ৪৭ শিশু রয়েছে। হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ ১০ জন নিহত হয়। গত সোমবার থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে আসছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোববার ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে বৈঠকে বসছে বলে জানা গেছে। সহিসংসতা বন্ধে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠক করবেন বলে জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তিনি জানান,আগামী মঙ্গলবার ভিডিও কলের মাধ্যমে এ বৈঠকের আয়োজন করা হবে।
চীনের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি ইসরায়েল ও হামাসের মধ্যে সহিংসতা বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে কোনো ভূমিকা না রাখায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন তিনি।