দিল্লিতে লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে কেজরিওয়াল সরকার

অনলাইন ডেস্ক, ১৬ মে।। দিল্লিতে লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে সরকার। নতুন ঘোষণা অনুসারে আগামী ২৪ মে পর্যন্ত লকডাউন চলবে।

রোববার (১৬ মে) এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গুরু তেগ বাহাদুর হাসপাতালে গিয়ে কেজরিওয়াল বলেন, ‘আগামিকাল (সোমবার) ভোর পাঁচটা পর্যন্ত দিল্লিতে লকডাউন ছিল। কিন্তু দিল্লিতে যে হারে সুস্থ রোগীর সংখ্যা বাড়ছে, যেভাবে করোনভাইরাসের সংক্রমণ দ্রুতগতিতে কম হচ্ছে, সেই পরিস্থিতিতে আমরা যে কৌশল নিয়েছিলাম, সেটা চালিয়ে যেতে চাই। আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিচ্ছি আমরা।’

এ সময় কেজরিওয়াল আরও জানিয়েছেন, আগে যে বিধিনিষেধ কার্যকর ছিল, এখনও তাই থাকবে। তার ফলে মেট্রো চলবে না।

এর আগে দিল্লিতে সংক্রমণের হার (পজিটিভিটি রেট) ক্রমশ বাড়তে থাকায় গত মাসের মাঝামাঝি সময় থেকে লকডাউনের ঘোষণা করেন কেজরিওয়াল। তারপর থেকে পাঁচ দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

এদিকে শনিবার (১৫ মে) দিল্লিতে ৬,৪৩০ জন নতুন করোনা পজিটিভ রোগী মিলেছে। মৃত্যু হয়েছে ৩৩৭ জনের। তবে দিল্লি স্বাস্থ্য দফতরের জানানো হয়েছে, দিল্লিতে সংক্রমণের হার ১১.৩২ শতাংশে ঠেকেছে। একটা সময় যা প্রায় ৪০ শতাংশের মতো ছিল।

দিল্লিতে সংক্রমণ কয়েক দিনে কিছুটা কমলেও তা ৫ শতাংশের নিচে নামেনি। প্রশাসন বলছে— সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামার জন্য অপেক্ষা করা হচ্ছে। এর আগে একাধিক ধাপে লকডাউন করায় সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। তাই আর ঝুঁকি নিতে চায় না প্রশাসন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?