করোনায় মৃত্যু হল কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ রাজীব সাতভের

অনলাইন ডেস্ক, ১৬ মে।। ভারতের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ রাজীব সাতভের। কয়েকদিন আগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

কিন্তু শেষরক্ষা হলো না তাঁর। রোববার (১৬ মে) সকালে পুনের জাহাঙ্গীর হাসপাতালে তিনি মারা যান। খবর এনডিটিভির।

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী টুইট করে বলেন, ‘আমার বন্ধু রাজীব সাতাভের মৃত্যুতে মর্মাহত। এটা আমাদের সবার জন্য বড় ক্ষতি। তিনি ছিলেন দক্ষ নেতা, যিনি কংগ্রেসের আদর্শের প্রকৃত রূপায়ণ করেছেন।’

কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা টুইটারে লিখেছেন, ” যুব কংগ্রেস শুরু করার সময়কার এক সঙ্গীকে আজ হারালাম। বরাবর আমরা এক সঙ্গে চলতাম।

রাজীব সাতভের সরলতা, পরিশ্রমী মানসিকতা, দূরদর্শিতা এবং দলের প্রতি আনুগত্য তাঁকে সব সময় মনে রাখবে। বন্ধুকে বিদায়! আপনি যেখানেই থাকুন, উজ্জ্বল থাকুন”।

মহারাষ্ট্র থেকে সংসদের উচ্চকক্ষে গিয়েছিলেন রাজীব। তার আগে ১৬তম লোকসভার সদস্য হয়েছিলেন মহারাষ্ট্রের হিঙ্গোলি কেন্দ্র থেকে। এ ছাড়া দু’বার বিধায়কও হয়েছিলেন।

এর আগে গত ২২ এপ্রিল রাজীব সাতাভের করোনা পজিটিভ এসেছিল। এরপর গত ৯ মে তার করোনা নেগেটিভ আসে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৪৬ বছর বয়সী এই কংগ্রেস নেতা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?