বাড়ির পাশেই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি আকন্ঠ মদ্যপান করে থাকতো। বিষয়টি নিয়ে পারিবারিক ঝামেলা চলছিল। শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয় যতীন্দ্র সরকার নামে ওই ব্যক্তি। বাড়ির পাশে গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন শ্রীনগর থানার পুলিশকে খবর দেন।
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর শনিবার মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।