অনলাইন ডেস্ক, ১৫ মে।। ফিলিস্তিনের গাজায় আলজাজিরা ও অ্যাসোসিয়েট প্রেস কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার বোমা হামলা চালিয়ে আল জাজিরা এবং এপির অফিস গুঁড়িয়ে দেওয়া হয় বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়।
রয়টার্স জানায়, হামলার আগে ইসরায়েল ওই ভবনের মালিককে সতর্ক করে। এরপর ভবনটি জনশূণ্য করা হয়। ইসরায়েল তার বার্তায় জানায়, ভবনটিতে হামাসের সদস্যদের উপস্থিতি রয়েছে।
এর আগে ইসরাইলি হামলায় গাজায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আল-শাত নামে একটি শরণার্থী শিবিরের ওপর ইসরায়েলি বিমান হামলায় দুটি পরিবারের সাতজন নিহত হয়েছে।
খবরে বলা হয়েছে, ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া পাঁচ মাস বয়সী একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে, এবং সে ছাড়া ওই পরিবারের আর কেউ বেঁচে নেই।
ইসরায়েলি বিমান হামলা ও বোমাবর্ষণের জবাবে হামাস ইসরায়েলে আরো অন্তত ২০০ রকেট নিক্ষেপ করেছে। এ পর্যন্ত অন্তত একশ’ চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের রকেট হামলায় আট ইসরাইলি নিহত হয়েছেন।