অনলাইন ডেস্ক, ১৫ মে।। স্প্যানিশ লা লিগার শিরোপার রেসে আতলেতিকো মাদ্রিদের ঘাড়ে নিশ্বাস ফেলে এগোচ্ছে রিয়াল মাদ্রিদ। বাকি থাকা দুই রাউন্ডে আতলেতিকো মাদ্রিদ হোঁচট খেলে আর রিয়াল নিজেদের কাজ ঠিকঠাক করতে পারলে শিরোপা ধরে রাখবে দলটি।
কিন্তু সেই পথে ফের জিনেদিন জিদানের দুশ্চিন্তা! এবার করোনা পজিটিভ এক জনের সংস্পর্শে আসায় আইসোলেশনে যেতে হলো টনি ক্রুসকে। চলতি মৌসুমে একের পর এক চোট হানা দিয়েছে রিয়াল শিবিরে।
সার্জিও রামোস, দানি কারভাহাল, মার্সেলো, ফেরলঁদ মঁদি, লুকাস ভাসকেসরা রয়েছেন এই তালিকায়। এর মধ্যে টনি ক্রুসকে যেতে হলো আইসোলেশনে।
পরে অবশ্য সব ধরনের পরীক্ষায়ই নেগেটিভ ফল এসেছে ক্রুসের। কিন্তু এরপরও রবিবার অ্যাথলেতিক ক্লাবের বিপক্ষে খেলা হবে তার। যা লস ব্লাঙ্কোসদের জন্য হবে বড় ধাক্কা।
শেষ রাউন্ডে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে রিয়াল। ঘরের মাঠের সেই ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা থাকছে। কোচ জিনেদিন জিদান অবশ্য আশা করছেন দ্রুতই ফিরবেন ক্রুস।
স্বাভাবিকভাগেই শুক্রবার সকালে রিয়ালের অনুশীলনে ছিলেন না ক্রুস। সার্জিও রামোসও অনুশীলন করেননি।