নতুন অনলাইন, ২ জুন।। দক্ষিণ কাশ্মীরে এনকাউন্টারে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার, ত্রালের সাইমোহ এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছেন দুজন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানা যায়নি। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় ত্রালের সাইমোহ এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত থেকেই ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর ৪২ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ-এর ১৮০ ব্যাটেলিয়ন এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। অভিযান চলাকালীন গোপন স্থান থেকে গুলি চালাতে থাকে জঙ্গিরা। সুরক্ষা বাহিনী পাল্টা গুলি চালায়, সন্ত্রাসীদের আত্মসমর্পণ করতেও বলা হয়। কিন্তু, জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এরপর গুলির লড়াইয়ে খতম হয়েছে দুজন সন্ত্রাসী। দু'জন জঙ্গির মৃত্যুর পর অভিযান সমাপ্ত করা হয়েছে।