নতুন প্রতিনিধি, কাঞ্চনপুর, ২ জুন।। বন্ধন ব্যাংকের ঋণ মুকুব করার দাবিতে সরকারের কাছে আর্জি জানাল কাঞ্চনপুরের একটি বন্ধন গ্রুপের গ্রাহকরা। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমাধীন ডাইনছড়া এ,ডি,সি, ভিলেজের অন্তর্গত স্থানীয় প্রেমতলা এলাকার একটি বন্ধন গ্রুপ বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে অসহায় নিরীহ মানুষ বিপাকে। লকডাউন এর কবলে পড়ে অর্থহীন তারা। কর্মসংস্থান লাটে উঠেছে তাই বাধ্য হয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে যাতে করে তাদের বন্ধন ব্যাংক থেকে নেওয়া ঋণ মুকুব করা হয়। এই দাবিতে প্রেমতলা স্থানীয় পদ্মা গ্রুপ সংবাদ প্রতিনিধির দ্বারস্থ। তারা তাদের দুঃখের কথা প্রকাশ করতে গিয়ে বলেন অসহায় অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের, এমত অবস্থায় এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন ঋণ মুকুব করার দাবিতে। ঋণ গ্রাহকদের সাক্ষাতকার থেকে জানা গেছে বন্ধন ব্যাংক, গরিব মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু এ রাজ্যের যতগুলি ব্যাঙ্ক রয়েছে ব্যাঙ্কের নিকট মাথা ঠুকতে ঠুকতে ও ঋণ না পেয়ে এরাজ্যের অসহায় মানুষ গুলি ব্যবসা বাণিজ্য ও আর্থিক সংকটের মোকাবিলা করতে বন্ধন ব্যাংক এর সাথে যুক্ত হন। বন্ধন ব্যাংক থেকে ঋণ নেওয়া আরো অনেকে বলেন এই লকডাউন এর কারণে গৃহবন্দি থাকায় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক অংশের শ্রমিকরাও এই মহামারী করোনা ভাইরাস এর জেরে অর্থহীন। এছাড়াও এ রাজ্যের দীর্ঘদিন ধরে বন্ধন ব্যাংক এর পাশাপাশি বিভিন্ন মাইক্রো ফাইনান্স কোম্পানি টাকা দিয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। আবার মানুষের মাথা থেকেই ব্যবসা চালায় তারা। তাদের ব্যবসা হল সুদের হার নিয়ে। এ বিষয়ে এবার লকডাউন এর কবলে পড়ে বাড়তি সুদ নিয়ে আতঙ্কিত পদ্মা গ্রুপ সহ অন্যান্যরা।