স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১৩ মে।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার রাজনগর ব্লকের বগাচতল এলাকা থেকে নিখোঁজ নাবালক ভাই- বোনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদেরকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে।
গত বুধবার সকালে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে জঙ্গলে গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যায় একই পরিবারের দুই ভাই বোন। তারা হল রীতা দে (১১) এবং হৃদয় দে (১৩)। বুধবার থেকে পুলিশ এবং এলাকার জনগণ বহু খোঁজাখুঁজির পর তাদের নিথর দেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় বিলোনিয়া রাজনগর ব্লকের বগাচতল এলাকায় জঙ্গলাকীর্ণ জলাশয় থেকে ।
স্থানীয় এলাকাবাসীদের সহায়তায় পুলিশ উদ্ধার করে ভাই বোনের মৃতদেহ। খবর দেওয়া হয় ফরেনসিক টিম সহ ডগ স্কোয়াডকে। সন্দেহমূলক ভাবে এক যুবককে পুলিশ আটক করেছে। তার নাম সুগ্ৰীব ত্রিপুরা।
বর্তমানে রাজনগরে পি.আর বাড়ি থানাতে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সুগ্ৰীব ত্রিপুরাকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।নিখোঁজ ভাই বোনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
তবে একটি অসমর্থিত সূত্রে জানা গিয়েছে নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। এবং তা হয়েছে নাবালক ভাইয়ের সামনে। তাই দুইজনকেই খুন করা হয়েছে।