নতুন প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ পশ্চিম ত্রিপুরা ভোক্তা আদালত অ্যামাজনকে প্রতারণার দায়ে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে৷ জানা যায়, ২০১৯ সালের এপ্রিল মাসে রাণা প্রতাপ নাথ ভৌমিক নবম শ্রেণীর ১২টি বই ক্রয় করার জন্য অ্যামাজনকে ২০৪২ টাকা পেমেন্ট করেন৷ অ্যামাজন কর্তৃপক্ষ মাত্র ৭টি বই সরবরাহ করে৷ যেসব বই সরবরাহ করা হয়েছে তার দামও মুদ্রিত মূল্যের চেয়ে অনেক বেশি নেওয়া হয়েছে৷ বাদবাকি পাঁচটি বই পাঠানোর জন্য রাণাপ্রতাপ বাবু অ্যামাজন কর্তৃপক্ষকে নোটিশ পাঠান৷ কিন্তু অ্যামাজন বইগুলো পাঠায়নি৷ শেষ পর্যন্ত অ্যামাজনের বিরুদ্ধে পশ্চিম ত্রিপুরা ভোক্তা আদালতে রাণাপ্রতাপ নাথ ভৌমিক সুনির্দিষ্ট মামলা দায়ের করেন৷ এই মামলায় অ্যামাজনকে দোষী সাব্যস্ত করে মোট ১৫ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে পশ্চিম ত্রিপুরা ভোক্তা আদালত৷ দুই মাসের মধ্যে টাকা মিটিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ অন্যথায় ৯ শতাংশ হারে সুদ সমেত টাকা মিটিয়ে দিতে হবে৷