অনলাইন ডেস্ক, ১৩ মে।। পবিত্র ঈদুল ফিতরের দিনেও সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো, নাজরান বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
বৃহস্পতিবার (১৩ মে) এসব স্থাপনা লক্ষ্য করে ১২টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এসব হামলা প্রতিহতের দাবি করেছে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তবে সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়েছে তারা আটটি ড্রোন ও তিনটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে। তবে এর বেশি কিছু বলা হয়নি।
২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। রাজধানী সানা দখলে নেওয়া হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এর জবাবে প্রায়ই সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটি।