বার্সেলোনা থেকে ৪ পয়েন্ট বাড়িয়ে নিয়েছে ডিয়েগো সিমিওনের দল

অনলাইন ডেস্ক, ১৩ মে।। শিরোপার নিশ্বাস দূরত্বে চলে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে রিয়াল সোসিয়েদাদকে ২-১ ব্যবধানে হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা থেকে ৪ পয়েন্ট বাড়িয়ে নিয়েছে ডিয়েগো সিমিওনের দল।

লিগে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর ও পরের স্থানে থাকা বার্সার হাতে আছে দুই ম্যাচ। অন্যদিকে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা রিয়াল মাদ্রিদের বাকি তিন ম্যাচ।

পরের দুই ম্যাচে জিতলেই ২০১৪ সালের পর প্রথমবার লা লিগার শিরোপা ঘরে তুলবে অ্যাটলেটিকো।

প্রতিটি ম্যাচে এখন সাবধানে পা ফেলতে হচ্ছে সিমিওনের শিষ্যদের। সোসিয়েদাদের বিপক্ষেও সাবধানী পন্থা অবলম্বন করেছে অ্যাটলেটিকো। প্রথমার্ধেই তারা এগিয়ে যায় দুই গোলে।

মার্কোস লরেন্তের পাস থেকে ১৬তম মিনিটে দলের প্রথম গোল করেন ইয়ান্নিক কারাসকো। এরপর ২৮তম মিনিটে লুইস সুয়ারেসের দুর্দান্ত পাসে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেল কোরেয়া।

দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান ধরে রেখে জয়ের বন্দরে ছুটছিল অ্যাটলেটিকো। তবে শেষদিকে তাদের ভয়ের মুখে ফেলে দেয় সোসিয়েদাদ।

৮৩তম মিনিটে জুবেলদিয়ার গোলে সমতায় ফেরার আশা জাগায় তারা। তবে বাকি সময় রক্ষণে সামাল দিয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নেয় সিমিওনের দল।

অ্যাটলেটিকো লিগে পরের ম্যাচ খেলবে রবিবার ১১তম স্থানে থাকা ওসাসুনার বিপক্ষে, ঘরের মাঠে। ১৬ মে লিগের শেষ ম্যাচে তারা মাঠে নামবে ১৮তম স্থান ও অবনমন অঞ্চলে থাকা রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে।

অ্যাটলেটিকোকে হয়তো ৭ বছর পর শিরোপা জয়ের আনন্দ উদ্‌যাপন করাতে অপেক্ষায় রাখতে পারে বার্সা-রিয়াল।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?