নতুন প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতিশীল নেতৃত্বের জন্যই দেশ আজ ঐতিহাসিক সাফল্যের সাক্ষী হতে পেরেছে৷ মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদীর অবদান দেশবাসী চিরকাল মনে রাখবেন৷ সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ কোভিড-১৯ মোকাবিলায় গোটা বিশ্বে সম্মান কুঁড়িয়েছে৷
সোমবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর কয়েকটি ঐতিহাসিক সাফল্যের বিবরণ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, দেশবাসী হয়তো ৩৭০, ৩৫-এ ধারা বাতিল হবে কখনো স্বপ্ণেও ভাবেননি৷ এছাড়াও তিন তালাক আইন প্রবর্তনে ক্ষমতায় আসার জন্য সংখ্যা তোষণের ধারণা পাল্টে দেবে, তা কেউ কল্পনাও করেননি৷ মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকার বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য বিমা যোজনা আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছে৷ এছাড়া কিষাণ সম্মান নিধি যোজনা কৃষকদের সহায়তায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে৷ কারণ, শুধু ত্রিপুরায় ২ লক্ষ ৪ হাজার পরিবার ওই যোজনায় উপকৃত হয়েছে৷ মুখ্যমন্ত্রী দেব এদিন বলেন, প্রধানমন্ত্রীর কোভিড-১৯ মহামারি মোকাবিলা ইতিমধ্যে পুরো পৃথিবীর সামনে এক দৃষ্টান্ত স্থাপন করেছে৷ অবশ্য ২০১৪ সালেই করোনা প্রতিরোধের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল৷ তাই, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্প শুরু করেছিলেন৷ তেমনি, ২০২৪ সালের মধ্যেই প্রত্যেকের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর কথায়, রামমন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে গোটা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যে আহ্বান প্রধানমন্ত্রী রেখেছিলেন, তা মানুষ অক্ষরে অক্ষরে পালন করেছেন৷ অথচ অতীতে এ সম্পর্কিত বিষয় উঠলেই, বিশ্বকে ভারত সম্পর্কে ভুল বার্তা দেওয়া হতো৷ তিনি বলেন, মোদী সরকার ডিজিটালাইজেশনের উপর যে গুরুত্ব দিয়েছে তার সুফল এখন ভারতবাসী পাচ্ছেন৷ করোনা মোকাবিলায় কঠিন সময়ে মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া যাচ্ছে সহজেই৷ ১৪ বছরের কম বয়সি শিশুকে খুন বা ধর্ষণ করলে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি, সার্জিক্যাল স্ট্রাইকের মতো শক্তিশালী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কালবিলম্ব না করা, বিদেশ নীতিতে পারদর্শিতার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের উজ্জ্বল ছবি উঠে আসা, চিটফান্ডের বিরুদ্ধে আইন তৈরি করা সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধি, বিদ্যুতায়ন, উত্তর-পূর্বে সরাসরি বিমান, নদী বন্দর স্থাপন, চট্টগ্রাম বন্দর ব্যবহারের ঐতিহাসিক চুক্তি সহ নানা ক্ষেত্রে মোদী সরকারের সফলতা তুলে ধরেন তিনি৷ এই ধারাবাহিকতায় আগামী দিনেও দেশ উন্নয়নের পথে অগ্রসর হবে বলে মনেপ্রাণে বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷