নতুন প্রতিনিধি, বিলোনিয়া, ১ জুন৷৷ ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বহিঃরাজ্য থেকে আসা নাগরিকদের জন্য পঞ্চায়েত ও গ্রামীণ একান্তবাস কেন্দ্র খোলা হবে৷ ইতিমধ্যেই দক্ষিণ জেলায় ২২টি পঞ্চায়েত ও গ্রামীণ একান্তবাস কেন্দ্র খোলা হয়েছে৷ আজ সোমবার বিলোনিয়ায় জেলাশাসকের কনফারেন্স হল-এ আয়োজিত সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায় এ কথা জানিয়েছেন৷কৃষিমন্ত্রী বলেন, লকডাউনের ফলে বিভিন্ন রাজ্যে আটক ত্রিপুরার নাগরিকরা রাজ্যে ফিরে আসছেন৷ তাদের নজরে রাখার জন্য বিভিন্ন একান্তবাস কেন্দ্রে রাখা হচ্ছে৷ তাদের যেন কোনও ধরনের অসুবিধা না হয় এজন্য জেলাভিত্তিক কমিটি গঠন করা হয়েছে৷ তাতে জনপ্রতিনিধি এবং পদস্থ আধিকারিকগণ রয়েছেন৷ একান্তবাসে থাকা লোকজনদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান৷ সাংবাদিক সম্মেলনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, বিধায়ক শংকর রায়, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শংকর দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷ এদিন কৃষিমন্ত্রী এই জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ত্রিপুরা সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বৈঠক করেন৷