অনলাইন ডেস্ক, ১১ মে।। বার্নলির বিপক্ষে হেরে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়েছে ফুলহামের। আগামী মৌসুমে ইংলিশদের শীর্ষ ফুটবলে খেলতে পারবে না তারা।
অন্যদিকে ফুলহামের বিপক্ষে ২-০ গোলের জয়ে লিগে থাকা নিশ্চিত করেছে ক্ল্যারেটসরা। এই নিয়ে টানা ৬ মৌসুমে প্রিমিয়ার লিগ নিশ্চিত করা বার্নলি পয়েন্ট তালিকায় উঠে এসেছে ১৪তম স্থানে।
প্রিমিয়ার লিগ যুগে প্রথমবারের মতো সব অবনমন অঞ্চল নিশ্চিত হলো তিন ম্যাচ বাকি থাকতে। ফুলহাম যোগ দিয়েছে পয়েন্ট তালিকার ১৯ ও ২০ তম স্থানে থাকা ওয়েস্ট ব্রম ও শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে। এই তিন দল আগামী মৌসুমে খেলবে ইংলিশ ফুটবলের দ্বিতীয় শীর্ষ স্তর চ্যাম্পিয়নশিপে।