নতুন প্রতিনিধি, উদয়পুর, ৩০ মে৷৷ গোমতী জেলার উদয়পুর রেল স্টেশন থেকে শনিবার বিহারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো আরো একটি শ্রমিক স্পেশাল ট্রেন৷ উদয়পুর ছাড়াও অমরপুর এলাকার বেশ কয়েকটি ইটভাটার শ্রমিকরা এই ট্রেনে করে তাদের নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন৷ শুক্রবার বিকেলেই প্রাকৃতিক দুযর্োগের কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে অমরপুর থেকে ইটভাটা শ্রমিকদের ১৭ টি বাসে করে উদয়পুর নিয়েআসা হয়৷ তাদের বেশিরভাগেরই শুক্রবার থার্মাল স্ক্রীনিং সহ-স্বাস্থ্য পরীক্ষা শেষ করে নেয়া হয়৷ শনিবার উদয়পুর এলাকার ইটভাটা শ্রমিকদের স্ক্রিনিং শেষ করে টেনে তোলা হয়৷ এ উপলক্ষে এসডিএম সহ প্রশাসনের কর্মকর্তারা উদয়পুর রেল স্টেশনে উপস্থিত ছিলেন৷ প্রশাসনের কর্মকর্তারা যাবতীয় বিষয় তদারকি করেন৷ মোট ১৮০৩ জন শ্রমিক এদিন উদয়পুর থেকে ট্রেনে করে বিহারের রাঁচির উদ্দেশ্যে রওয়ানা হন বলে প্রশাসন সূত্রে জানানো হয়৷ এসব শ্রমিকদের জন্য প্রশাসনের তরফ থেকে খাবার এবং জল সহ যাবতীয় বন্দোবস্ত করে দেওয়া হয়৷ দীর্ঘ কয়েক মাস পর ইটভাটা শ্রমিকরা নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার সুযোগ পাওয়ায় সন্তোষ ব্যক্ত করেন৷ উল্লেখ্য এসব শ্রমিকদের বাড়ি করে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রেন ভাড়া সহ যাবতীয় খরচ রাজ্য সরকার বহন করছে৷ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ থেকে এই ব্যয় মেটানো হচ্ছে৷ এ ধরনের প্রক্রিয়া আগামী দিনেও অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে৷ উল্লেখ্য বহির রাজ্যে ত্রিপুরার যেসব নাগরিক ও শ্রমিক আটকে পড়েছেন তাদেরকেও রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থের মাধ্যমে রাজ্যে ফিরিয়ে আনতে শুরু করেছে৷ ইতিমধ্যেই প্রায় ১০০০০ বাসিন্দা রাজ্যে ফিরে এসেছেন৷