সেই ছবিরই প্রমোশনাল সাক্ষাৎকারে বোনদের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানান বলিউডের এই তারকা। সালমান খান বলেন, এতোদিন দূরের মানুষজনদের করোনা আক্রান্ত হওয়ার কথা তিনি শুনতেন তবে এবার করোনা এক্কেবারে ঘরে চলে এসেছে। করোনার দ্বিতীয় ঢেউ অনেক বেশি মারাত্মক বলে জানান ভাইজান।অভিনেতা-পরিচালক অতুল অগ্নিহোত্রীর স্ত্রী ৫১ বছর বয়সী আলভিরা সালমা খান ও সেলিম খানের একমাত্র কন্যা। অন্যদিকে সেলিম খান ও তার দ্বিতীয় স্ত্রী হেলেনের দত্তক নেওয়া কন্যা অর্পিতা খান শর্মা।