অনলাইন ডেস্ক, ১০ মে।। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে ভারত। এই সিরিজে বিরাট কোহলির দলের ভালো সম্ভাবনা দেখছেন রাহুল দ্রাবিড়। ভারতের সাবেক এই অধিনায়ক মনে করেন, সিরিজের ফল ৩-২ এ ভারতের পক্ষে যেতে পারে।
দ্রাবিড় বলেছেন, ‘আমার সত্যিই মনে হচ্ছে ভারতের এবার সিরিজ জেতার সম্ভাবনা খুব বেশি মাত্রায় আছে।’ইংল্যান্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেও দ্রাবিড় বলেন, ‘মানছি ইংল্যান্ডের বোলিং খুব ভালো। ওদের পেসাররা তো রীতিমতো দক্ষ। সেরা দল বাছাইয়ের জন্য ওদের সামনে বিকল্পও রয়েছে প্রচুর। তবু বলব ভারতীয় দল দারুণ তৈরি হয়ে নামবে।’এই বিশ্বাসের কারণও ব্যাখ্যা করেছেন দ্রাবিড়, ‘অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে ওরা (ভারত) এই মুহূর্তে আত্মবিশ্বাসী।
তা ছাড়া এই দলের বেশ কয়েক জন ইংল্যান্ডে আগে খেলেছে। আমাদের ব্যাটিংয়ে অভিজ্ঞতারও অভাব নেই। তাই মনে হচ্ছে, এবারই ইংল্যান্ডে আমাদের সিরিজ জেতার সেরা সম্ভাবনা রয়েছে। হয়তো আমরা ৩-২ ফলে জিতে ফিরব।’ নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতীয় দলকে নিয়ে আশাবাদী দ্রাবিড়।