স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১০ মে।। করোনা ভ্যাকসিন নিতে আসা লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং পরিধান সংক্রান্ত বিষয় নিয়ে উদাসীনতা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। এ ধরনেরই চিত্র পরিলক্ষিত হয়েছে উদয়পুরের খিলপাড়ায়।
করোনাা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে আসা ৪৫ বছর ও তার উর্ধে নাগরিকদের মধ্যে নেই কোনো সামাজিক দূরত্ব। এমনকি অনেকের মুখেই ঠিকঠাক ভাবে নেই মাস্ক। এই ঘটনায় স্বাস্থ্য দপ্তর সহ পঞ্চায়েত কর্তৃপক্ষের ভূমিকায় উঠছে প্রশ্ন। ঘটনা সোমবার উদয়পুর পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, গোটা রাজ্যের সাথে উদয়পুর মহাকুমাতেও ৪৫ বছর ও তার উর্ধে বয়সের নাগরিকদের মধ্যে করোনা ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ চলছে। এরই অঙ্গ হিসেবে পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্য দপ্তর সহ স্থানীয় পঞ্চায়েতের এবং প্রশাসনের উদাসীনতায় ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষদের মধ্যে নেই সামাজিক দূরত্ব ।এমনকি অনেকের মুখেই নেই মাস্ক।
এ এহেন উদাসীনতা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ ব্যাপারে একজন এমপি ডব্লিউ জানান উনি বারবার বলছেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু যারা ভ্যাকসিন নিতে এসেছেন তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।
যার ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। উনি বলেন আরও কিছু ভলান্টিয়ার ও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের সহযোগিতা পেলে সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করা যেতো।
কিন্তু এ ব্যাপারে প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েত এর তরফ থেকে তেমন কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।ভ্যাকসিন নিতে আসা লোকজনের মধ্যে এ ধরনের অসচেতনতাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এ ধরনের অসচেতনতা যেকোনো সময় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলে অনেকেই মনে করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সচেতন নাগরিকরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।