কবির অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেরত দিল মিয়ানমার সেনাবাহিনী

অনলাইন ডেস্ক, ১০ মে।। মিয়ানমারের আলোচিত কবি খেত থাই সেনা হেফাজতে থাকার সময় মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি বার্মিজ নিউজ। খেতের স্ত্রী জানিয়েছেন, স্বামীর মৃতদেহ গ্রহণের সময় কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ কাটা দেখেছেন তিনি।

সেনাবাহিনীর সমালোচনা করে লেখা খেতের একটি লাইন মিয়ানমারে সম্প্রতি ‍তুমুল জনপ্রিয়তা পায়। তিনি লিখেছিলেন, ‘ওরা মাথায় গুলি করেছে, কিন্তু জানে না বিপ্লবটা থাকে হৃদয়ে।’ খেতের ফেইসবুক পেজের তথ্য অনুযায়ী বয়স ৪৫ দেখা গেছে।

তার স্ত্রী জানিয়েছেন, স্বামীর সঙ্গে তাকেও জিজ্ঞাসাবাদে নেয়া হয়েছিল।

‘ওরা আমাকে সকালে হাসপাতালে ডেকে নেয়। গিয়ে দেখি তিনি মর্গে। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিছিন্ন করা হয়েছে। ’

খেতের মৃত্যুর বিষয়ে জানতে রয়টার্স মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে সাড়া পায়নি। সংবাদমাধ্যমটি হাসপাতালের বক্তব্যও জানতে পারেনি।

রয়টার্স জানায়, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে চলমান বিক্ষোভে খেত থিসহ কমপক্ষে তিন জন কবি নিহত হয়েছেন।

গত মার্চের শুরুর দিকে খেত থি’র বন্ধু কবি ঝাঁ উইনকে (৩৯) মনুইয়ার রাস্তায় বিক্ষোভ চলাকালে গুলি করে হত্যা করে সামরিক বাহিনীর সদস্যরা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?