স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ মে।।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ রবীন্দ্র কাননে রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোভিড পরিস্থিতিতে এবার রাজ্যে অনাড়ম্বর অনুষ্ঠানে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছে। সকালে রবীন্দ্র কাননে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিশ্বকবির পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, রাজ্য উচ্চশিক্ষা পরিষদের চেয়ারম্যান অরুণোদয় সাহা, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডা. পি কে গোয়েল ও অধিকর্তা রতন বিশ্বাস সহ উপস্থিত অন্যান্য অতিথিগণও বিশ্বকবির পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, কোভিড পরিস্থিতিতে রাজ্যের সর্বত্র সরকারি বিধিনিষেধ মেনে কবিগুরুর জন্মজয়ন্তী পালন করা হচ্ছে।
https://www.facebook.com/bjpbiplab/videos/2930647723839486/
তিনি রাজ্যবাসীকে সুস্থ ও নিরোগ থাকার জন্য সচেতনতা অবলম্বন করে কোভিড-১৯ বিধিনিষেধ পালন করার জন্য আহ্বান জানান।