অনলাইন ডেস্ক,৯ মে।। অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় নিজ দেশে ফিরে গেছেন টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটাররা। তবে সরাসরি ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরতে পারেননি অজিরা। ভারতীয় ভ্যারিয়েন্টের করোনাভাইরাস রুখতে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, কেউ সরাসরি ভারত থেকে দেশটিতে গেলে ৫ বছরের জেল ও জরিমানা গুনতে হবে।
যার কারণে আইপিএলে অংশ নেওয়া অজি ক্রিকেটার, কোচ, ধারাভাষ্যকার ও সাপোর্ট স্টাফরা একযোগে চলে গেছেন মালদ্বীপে। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে নিজ দেশে ফিরবেন তারা। কিন্তু মালদ্বীপে গিয়ে আরেক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও সাবেক ক্রিকেটার-ধারাভাষ্যকার মাইকেল স্ল্যাটার।
ডেইলি টেলিগ্রাফসহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী মালের এক বারে গভীর রাতে মাতাল অবস্থায় মারামারিতে জড়িয়ে পড়েন তারকা ওপেনার ওয়ার্নার ও ধারাভাষ্যকার স্ল্যাটার। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন দুজনে। আইপিএলে কেন উইলিয়ামসনের আগে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব পালন করা ওয়ার্নার, স্ল্যাটার এবং আরেক সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার জানিয়েছেন, ‘তেমন কোনো কিছুই ঘটেনি।’
অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমকে স্ল্যাটার বলেন, ‘সত্যি, কোনো কিছু ঘটেনি। এসব গুজব। ডেভি (ওয়ার্নার) ও আমি অত্যন্ত চমৎকার বন্ধু এবং আমাদের মধ্যে মারামারির সুযোগ একেবারে নেই।’ ‘কোনো কিছু ঘটেনি’ জানিয়েছেন ওয়ার্নারও।
তিনি বলেন, ‘কোনো নাটক হয়নি। আমি জানি না, আপনি কোত্থেকে এই খবর পেয়েছেন। আপনি যদি এখানে থাকতেন তাহলে বাস্তব প্রমাণ পেতেন। আপনার কোনো কিছু লিখতে হতো না।’ ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের পরিশোধে ও সহযোগিতায় বৃহস্পতিবার ওয়ার্নার-স্ল্যাটারসহ মোট ৩৯ জন অস্ট্রেলিয়ান মালদ্বীপে যান। বর্তমানে তারা দেশটির তাজ কোরাল রিসোর্টে কোয়ারেন্টাইনে আছেন।