অনলাইন ডেস্ক, ৯ মে।। করোনাভাইরাসের (কভিড-১৯) টিকার ঘাটতির দায়ে গুয়াতেমালার প্রেসিডেন্ট আলিজান্দ্রো গিয়ামমেট্টির পদত্যাগের দাবিতে স্থানীয় সময় শনিবার রাজধানীতে বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভ করেছে।বিক্ষোভে যোগ দেওয়া ৪৮ বছর বয়সের কারলা পিরেজের হাতের ব্যানারে লেখা- ‘আমরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছি এবং ভ্যাকসিনের টাকা কোথায় গেল তা জানতে চাই।’
ব্যাপক পুলিশ পাহারায় ন্যাশনাল প্যালেসের সামনে এক প্রতিবাদ সমাবেশে ব্যানার হাতে ওই নারী বিক্ষোভকারী বলেন, ‘ভ্যাকসিন বাহুতে দেওয়ার জন্য, পকেটে রাখার জন্য নয়।’ গত ফেব্রুয়ারি থেকে গুয়াতেমালায় ৬ লাখ ৫৮ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন এসেছে। এর কিছু কেনা আর কিছু অনুদান থেকে এসেছে। দেশটির জনসংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি।
টিকার কর্মসূচির অব্যবস্থাপনা এবং দুর্নীতির অভিযোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। দেশটির একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সান কার্লোস এর অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি স্টুডেন্ট (এইইউ) নেতা জর্জ বুকারো বলেন, ‘অর্থ ব্যবহারে সরকার অত্যন্ত অস্বচ্ছ।’ গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত করোনায় দেশটিতে ৭ হাজার ৬৯৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ২ লাখ ৩৩ হাজার ৬৯৬ জন।