পিস্তল উঁচিয়ে এটিএম ছিনতাই, কয়েক ঘন্টার মধ্যেই ব্যাঙ্ক একাউন্ট ফাঁকা

স্টাফ রিপোর্টার, আগরতলা/ বিশালগড়, ৮ মে।। আগরতলা শহরে দিনে ডাকাতি৷ পিস্তল উঁচিয়ে যুবকের মোবাইল ফোন, এটিএম কার্ড ছিনতাই৷ ঘটনা শনিবার দুপুরে রাজধানীর আরএমএস চৌমুহনির কাছে৷ অভিযোগ গ্রহণ করেনি পশ্চিম থানা৷

বিচারের আশায় বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত যুবক জাহিদ মিঞা৷ ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় থানাধীন মুন্সিবাড়ি গ্রামের পেশায় রঙমিস্ত্রি জাহিদ মিঞা শনিবার রাজধানী আগরতলায় গিয়েছিলেন৷ কাজ সেরে বাড়ি ফেরার সময় ছিনতাইবাজদের খপ্পরে পড়েন৷

প্রকাশ্যে দিবালোকে মূল সড়ক থেকে জাহিদকে টেনে একটি গলিতে নিয়ে যায় তিন দুষৃকতী৷ মারধর করে পিস্তল মাথায় ঠেকিয়ে জাহিদের মোবাইল ফোন এবং এটিএম কার্ড ছিনিয়ে নেয়৷ গুলি করে প্রাণে মারার ভয় দেখিয়ে এটিএমের পাসওয়ার্ড নিয়ে নেয়৷

এরপর গাঙ্গাইল রোডের একটি গলিতে নিয়ে জাহিদকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় দুষৃকতী৷ মোবাইল ফোন এবং ব্যাঙ্কের টাকা রক্ষার জন্য জাহিদ ছুটে যান পশ্চিম থানায়৷ অভিযোগ কর্তব্যরত পুলিশ আধিকারিক বিষয়টি গুরুত্ব দেননি৷ থানাবাবুরা জাহিদকে বলে দেন লিখিত অভিযোগ জমা দেওয়ার জন্য৷ লিখিত অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে দেখবেন৷

অথচ মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ কাজ করতে পারে৷ ত্রিপুরা পুলিশ আইনে তা স্পষ্ট উল্লেখ রয়েছে৷ কিন্তু দরিদ্র শ্রমিক জাহিদের কথা কানেই তুলেননি পশ্চিম থানার পুলিশ৷ উপায়ন্তর না পেয়ে দ্রুত বিশালগড় ছুটে আসেন জাহিদ৷ স্থানীয় সাংবাদিকদের পরামর্শে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন৷

বিশালগড় থানা অভিযোগ গ্রহণ করে ময়দানে নামে৷ পশ্চিম থানার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ৷ এই কয়েক ঘণ্টা সময়ের মধ্যে জাহিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দুষৃকতীরা তুলে নিয়েছে পঞ্চাশ হাজার টাকা৷

বিকালে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফ্রিজ করা হয়েছে৷ এখন দেখার বিষয় পুলিশ টাকা এবং মোবাইল উদ্ধার এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করতে পারে কি-না৷ তবে প্রকাশ্যে দিবালোকে এ ধরনের রাহাজানির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?