স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ মে।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বোধজংনগর শিল্পনগরীতে আগরতলা এয়ার প্রোডাক্টস এবং ত্রিপুরা এয়ার প্রোডাক্টসের অক্সিজেন প্ল্যান্ট দু’টি পরিদর্শন করেন। অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যে এই মুহুর্তে অক্সিজেনের কোন অভাব নেই।
গত বছরও সরকার কোভিড-১৯ অতিমারি মোকাবিলা করেছে দৃঢ়তার সাথে। সে সময়েও রাজ্যে অক্সিজেনের কোন সঙ্কট হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখন প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। অক্সিজেন কনসেনন্ট্রেটর রয়েছে সাড়ে সাতশ-র কাছাকাছি। রাজ্যের জেলা হাসপাতাল ও মহকুমা হাসপাতালগুলিতেও পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে।
কেন্দ্রীয় সরকারের সহায়তায় আরও নতুন প্ল্যান্ট তৈরী করা হবে। রাজ্যের ৮ জেলায় ও খুমুলুঙে ১টি করে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হবে। জিবি হাসপাতালে দুই মাসের মধ্যে অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে। বোধজংনগরে দু’টি অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। এখানে আরও দু’টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর প্রস্তাব রয়েছে। শীঘ্রই এগুলির অনুমোদন দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে কোভিড- ১৯ চিকিৎসা পরিষেবার পরিকাঠামো সম্প্রসারণ ও উন্নত করতে সরকার অগ্রাধিকার দিয়েছে।
ত্রিপুরা মেডিক্যাল কলেজে খুব শীঘ্রই ৬০টি অক্সিজেন সাপোর্টেড বেড চালু করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কোভিড টিকাকরণের উপর সরকার গুরুত্ব দিয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা হয়েছে। প্রধানমন্ত্রী রাজ্যের কোভিড- ১৯ পরিস্থিতি ও টিকাকরণের খোজ নিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ১৮ থেকে ৪৪ বছরের নাগরিকদের টিকাকরণের জন্য ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতি মোকাবিলায় এবার সরকার সম্পূর্ণ প্রস্তুত। এখনই লকডাউন দেওয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছেনা। আগরতলা পুর নিগম এলাকায় কোভিড সংক্রমণ বাড়ছে এবং এই সংক্রমণ প্রতিরোধ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
https://www.facebook.com/bjpbiplab/videos/970435647034189/
বোধজংনগরে অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব ডা. পি কে গোয়েল, অর্থ দপ্তরের যুগ্মসচিব বিশাল কুমার, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সবাল, পশ্চিম জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার, স্বাস্থ্য অধিকর্তা ডা. শুভাশিষ দেববর্মা, আগরতলা এয়ার প্রোডাক্টসের কর্ণধার পিন্টু সাহা, ত্রিপুরা এয়ার প্রোডাক্টসের কর্ণধার শান্তি নাগ।