কোভিড-১৯ : জেলা সফরে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানালেন পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে রাজ্যে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ মে।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের কোভিড পরিস্থতি খতিয়ে দেখতে আজ উত্তর ত্রিপুরা জেলা ও ঊনকোটি জেলা সফর করেন। মুখ্যমন্ত্রী প্রথমে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের আঞ্চলিক শরীর শিক্ষণ মহাবিদ্যালয়ের ইনডোর হলে ১২০ শয্যা বিশিষ্ট ১নং কোভিড কেয়ার সেন্টার এবং মহাবিদ্যালয়ের ছাত্রী নিবাসের ১৫২ শয্যাবিশিষ্ট ২নং কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন।

মুখ্যমন্ত্রী এই দু’টি কোভিড কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন ও প্রয়োজনীয় নির্দেশ দেন। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, প্রধানসচিব জে কে সিনহা, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক নাগেশ কুমার বি, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, পানিসাগর মহকুমার মহকুমা শাসক এল ডার্লং।

ধর্মনগর জেলা হাসপাতালের ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী এখানকার চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি হোম আইসোলেশনে যারা রয়েছেন তাদের স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোজ নেওয়ার জন্যও মুখ্যমন্ত্রী চিকিৎসকদের নির্দেশ দেন। উল্লেখ্য যে এই ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টারটিতে বিভিন্ন সুবিধাসমেত ১০টি বেড ছাড়াও ৪টি ভেন্টিলেটর সুবিধাযুক্ত বেড রয়েছে।

https://www.facebook.com/bjpbiplab/videos/317980063028096/

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলায় সময় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কোভিড পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। রাজ্যে সুস্থতার হারও বেশ ভাল। সুস্থতার হার ৯২ শতাংশের কাছাকাছি রয়েছে। কোভিড রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সাপোর্ট দেওয়ার মত রাজ্যে প্রায় ৪,৫০০টি সিলিন্ডার রয়েছে। আরও প্রায় ২,৫০০ টি সিলিন্ডার রাজ্যে নিয়ে আসার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যে এখন ৭৫০টি অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে।

https://www.facebook.com/bjpbiplab/videos/1394297864267357/

আরও ১০০০টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রাজ্যের কোভিড পরিস্থিতির খোজ নিয়েছেন এবং রাজ্যবাসীর সুস্থতা কামনা করেছেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলার সময় আরও জানান, কোভিড টিকাকরণের দিকে রাজ্য এগিয়ে রয়েছে।

সারা দেশের মধ্যে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। ১৮ থেকে ৪৪ বছর পর্যন্ত বয়সীদের টিকাকরণের জন্যও রাজ্যে টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ১৮ থেকে ৪৪ বছর বয়সের নগরিকদেরও বিনামূল্যে টিকা দেওয়া হবে। এছাড়াও কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

https://www.facebook.com/bjpbiplab/videos/214314120192141/

ধর্মনগরে ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, ধর্মনগর মহকুমা শাসক কমলেশ ধর, উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অরুনাভ চক্রবর্তী, জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. দীপক চন্দ্র হালদার, ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টারের ইনচার্জ ডা. অমিত পাল চৌধুরী, সমাজসেবিকা মলিনা দেবনাথ ও উত্তর ত্রিপুরা জেলার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকগণ। ঊনকোটি জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কৈলাসহরের আর জি এম হাসপাতালের কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী সেখানে সেন্টারের পরিষেবার বিস্তারিত খোঁজখবর নেন।

মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রধান সচিব জে কে সিনহা, ভারপ্রাপ্ত জেলাশাসক সৌমিত্র চাকমা, পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শরদিন্দু রিয়াং ও অন্যান্য আধিকারিকগণ। আর জি এম হাসপাতালের কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শনে যান। জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবার খোজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

জেলা হাসপাতালের জন্য ক্রয় করা ৬টি ভেন্টিলেটর দ্রুত স্থাপন করারও নির্দেশ দেন। জেলা হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে কোভিড-১৯ মোকাবিলায় রাজ্য ভালো অবস্থানে রয়েছে। কোভিড মোকাবিলায় ত্রিপুরা দেশের নজর কেড়েছে।

মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকার কোভিড টিকাকরণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সাংবাদিক বন্ধুরাও সামনের সারিতে থেকে কাজ করছেন৷ মুখ্যমন্ত্রী সাংবাদিকদেরও সপরিবারে কোভিড টিকা নেওয়ার আহ্বান জানান।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?