নতুন প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রহস্য জনক ভাবে মৃত্যু এক অন্তঃসত্তার। বৃহস্পতিবার বাপের বাড়িতে ষষ্ঠী উপলক্ষ্যে মিষ্টি খাওয়ার পর পেটে ব্যাথা অনুভব করেন এই মহিলা। এরপর শুরু করেন বমি। আই জি এম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। তবে পরিবারের সদস্যদের বক্তব্য তখনও জীবিত ছিল শিবানী আচার্য। জিবিতে নিয়ে গেলে চিকিৎসকেরা একই কথা জানান মৃতার বাপের বাড়ির সদস্যদের।
বৃহস্পতিবার রাতেই মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়। শুক্রবার ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ। জানা গেছে আট মাস আগে বিলোনীয়ার ইশানচন্দ্রনগরের এক আইনজীবী তাপস পালের সঙ্গে বিয়ে হয় শিবানী আচার্যের। তিন মাসের অন্তঃ সত্তা ছিলেন এই মহিলা। পেশায় মৃতা ছিলেন আইনজীবী। শহরের সার্কিট হাউস সংলগ্ন বাড়িতে পেটে ব্যাথা অনুভব করেন।
তারপর তাকে আই জি এম নিয়ে যাওয়া হয়েছিল। স্বামী-স্ত্রী দুজনেই আগরতলা আদালতে প্যাকটিস করত। লক ডাউনে বাড়ি চলে গিয়েছিল তাপস। বৃহস্পতিবার জামাই ষষ্ঠী উপলক্ষ্যে শ্বশুর বাড়িতে আসে তাপস। এই ঘটনায় রহস্য ঘনিভুত হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে।