স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৬ মে।। পরিস্রুত পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে গন্ডাছড়া রইস্যাবাড়ি সড়কে পথ অবরোধ করল ঠাকুরছড়া এলাকার তিনটি পাড়ার উপজাতি অংশের মানুষজন। ভোট আসে, ভোট যায়, গিরিবাসীদের ভাগ্যের চাকা ঘুরে না। গিরিবাসীরা এখনো পরিস্রুত পানীয় জল এবং বিদ্যুতের অভাবে জটিল সমস্যার সম্মুখীন।
নির্বাচনের আগে পরিস্রুত পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ সহ অন্যান্য অত্যাবশ্যকীয় বিষয়গুলি হাতের নাগালে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী মাতব্বরেরা। ভোটের বৈতরণী পার হয়ে যাওয়ার পর কেউ তাদের খোঁজ খবর রাখে না। তীব্র দাবদাহে প্রত্যন্ত এলাকার জলের উৎস শুকিয়ে গেছে। পরিস্রুত পানীয় জল তাদের কাছে অধরা। তৃষ্ণা মেটানোর জন্য সামান্য জল পাচ্ছেন না তারা।
ছড়া নালা কাঁচা কুয়ার জল পান করে নানা জল বাহিত রোগে আক্রান্ত হচ্ছে গিরিকন্দরে বসবাসকারী উপজাতি অংশের জনগণ। তাদের জন্য চিকিৎসা পরিষেবার তেমন সুযোগও নেই। সমস্যায় জর্জরিত উপজাতিরা অসহায় হয়ে পড়েছে। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে গন্ডাছড়ার ঠাকুরছড়া এলাকার জনজাতিরা।
এদিন সাত সকালে ঠাকুরছড়া ভিলেজের লাইগ্যা পাড়া,গড়িয়া পাড়া ও শুক্রচার্য্য পাড়ার জনজাতিরা গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তার ঠাকুরছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পথ অবরোধে বসে। এলাকাবাসি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উক্ত তিনটি পাড়ায় বিদ্যুত এবং পানীয় জলের সমস্যা চলতে থাকলেও প্রশাসনের কোন হেলদোল নেই।
অবরোধকারিরা আরো জানান, সমস্যা সমাধানের জন্য একাধিকবার দপ্তরের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। এমতাবস্হায় করোনা মহামারির চাইতেও বর্তমানে এলাকায় পানীয় জলের মারাত্মক ভয়াবহতা দেখা দিয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেছেন।
অবিলম্বে জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে পরিস্রুত পানীয় জল এবং বিদ্যুতের ব্যবস্থা করতে জোরালো দাবি জানানো হয়েছে। অন্যথায় আগামী দিনের তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।