দুই যুবকের স্বরোজগারের পথের কাটা দুস্কৃতিরা, পুলিশ হাতরাচ্ছে অন্ধকারে

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৬ মে।। মন্দির নগরী উদয়পুরের রাজনগরের নারায়ণ নগর কলোনিতে ফুল ফল ও সবজি বাগান ও নার্সারি নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ২০২০ সনের জুন মাস থেকে উদয়পুরের দুইজন যুবক স্বপন শর্মা এবং অনুপ ভৌমিক উদয়পুর রাজনগরের নারায়ন নগর কলোনীতে ১৫ কানি জায়গায় সেরিকালচারের সাহায্যে বেশ কিছু ফুল ফল ও সবজি গাছ লাগিয়েছিল। একটি পুকুরও খনন করে কাজ শুরু করেছে মাছ চাষের জন্য।

সাথে রয়েছে হাঁস মুরগ পালন করে নিজেদের স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার প্রয়াস। লক্ষ্য ছিল নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকাটিকে উন্নত করে মিনি পর্যটন কেন্দ্র গড়ে তোলা।এই লক্ষ্য নিয়ে যথারীতি কাজও শুরু হয়েছে। কিন্তু বৃহস্পতিবার সকালে উদ্যোগী দুই যুবক খবর পায় কে বা কারা যুবকদের তৈরী করা বাগানে বেশ কিছু ফুল, সবজি, ফল গাছ নষ্ট করে দিয়েছে।

খবর দেওয়া হয় পিত্রা ফাঁড়িতে।পুলিশ এসে সমস্ত ঘটনা দেখে গেছে এবং মালিক পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। ধারণা করা হচ্ছে রাতের অন্ধকারে সমাজ দ্রোহীরা একাজ সংগঠিত করেছে । জায়গার মালিক অনুপ ভৌমিক জানিয়েছে তাতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি জানান তাদের প্রায় লক্ষ টাকার উপর গাছ নষ্ট করেছে দুষ্কৃতীরা।

যারা এ কাজ করেছে তাদের চিহ্নিত করতে পারেনি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য উদ্যোগী দুই যুবক এলাকার উন্নয়ন জন্য ছয় কানি জায়গা পরমানন্দ বিদ্যাপীঠ বিদ্যালয় গড়ে তোলার জন্য দানও করেছে ।এ ধরনের নাশকতামূলক কাজ কর্মে এলাকার জনমণে  তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অবিলম্বে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন উদ্যোগী ওই দুই যুবকসহ শহর এলাকায় বসবাসকারী মানুষজন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?