অনলাইন ডেস্ক, ৬ মে।। মহামারি করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি লড়াইয়ের জন্য এরইমধ্যে এগিয়ে এসেছেন বলিউড ইন্ডাস্ট্রির নামি-দামি বেশ কয়েকজন তারকা। যে তালিকায় রয়েছেন সালমান খান। প্রতিদিন পাঁচ হাজার করোনা যোদ্ধার মাঝে খাবার বিতরণ করেন তিনি। করোনা ভাইরাসের ভয়ানক এই পরিস্থিতিতে ফের একবার সাহায্যের হাতটি বাড়িয়ে দিয়েছেন বলিউডেন এই সুপারস্টার।
ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্ডে ভাই’। সেই সিনেমার আয়ের একাংশ করোনা ত্রাণে ব্যয় করা হবে। সালমান খানের প্রযোজনা সংস্থা এবং জি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান কোভিড পরিস্থিতিতে দেশের সিনেমা হলে ছবিটি আদৌ দর্শকরা দেখতে পাবেন কিনা, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
কারণ মহামারির কারণে অনেক জায়গাতেই সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ বহাল রয়েছে। তবে জি প্লেক্সেও নির্দিষ্ট টাকার বিনিময়ে দেখা যাবে ‘রাধে’। সেই টাকার পুরোটাই করোনা ত্রাণে ব্যবহার করা হবে জানানো হয়েছে। প্রভুদেবা পরিচালিত ‘রাধে’তে সালমান খানের বিপরীতে রয়েছেন দিশা পাতানি। খলচরিত্রে পাওয়া যাবে রণদীপ হুদাকে।