অবশেষে টিকার মেধাস্বত্ত্ব মওকুফে রাজি হল মার্কিন যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক, ৬ মে।। অবশেষে টিকার মেধাস্বত্ত্ব মওকুফে রাজি হল মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন-ডব্লিউটিও’র পদক্ষেপের সঙ্গে এ বিষয়ে তারা সম্মতি দিয়েছে।

ভারত এবং দক্ষিণ আফ্রিকা প্রথম এমন আলোচনা তোলে। দেশ দুটি বলছে, টিকার মেধাস্বত্ত্ব এবং পেটেন্ট উন্মুক্ত করলে ভ্যাকসিনের উৎপাদন বাড়বে।

কিন্তু ওষুধ প্রস্ততকারক কোম্পানিগুলোর যুক্তি, এতে প্রত্যাশা অনুযায়ী ফল নাও মিলতে পারে। বিল গেটস যেমন কয়েক দিন আগে বলেছেন, পেটেন্ট উন্মুক্ত করলে উন্নয়নশীল দেশগুলোর বেনামি কোম্পানি যাচ্ছেতাইভাবে টিকা তৈরিতে নামতে পারে। তাতে হিতে বিপরীত হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তেই বলেছেন, ‘কঠিন এই সময় বড় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছে। ’ডব্লিউটিও-কে সতর্ক করে তিনি বলেছেন, সর্বসম্মত সিদ্ধান্তে পৌছাতে অনেক সময় লাগতে পারে।

ভ্যাকসিনের পেটেন্ট উন্মুক্ত করতে ভারত-দক্ষিণ আফ্রিকার পাশাপাশি আরও ৫৮টি দেশের একটি গ্রুপ কয়েক মাস ধরে সোচ্চার। কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্য এবং ইইউ এর বিরোধিতা করছিল।

তবে জো বাইডেন এসে বিষয়টি সমর্থন করলেন। নির্বাচনী প্রচারের সময়ই তিনি এ বিষয়ে নিজের সমর্থনের কথা জানান। গত বুধবারও সেটি স্মরণ করিয়ে দেন।

মেধাস্বত্ত্ব মওকুফ হলে তুলনামূলক গরিব দেশগুলোতেও ভ্যাকসিন উৎপাদন সম্ভব হবে। অনেক উন্নয়নশীল দেশ বলছে, মেধাসত্ত্ব থাকার কারণে তারা ভ্যাকসিনের ফর্মুলা পাচ্ছে না।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ডব্লিউটিও যদি এটি উন্মুক্ত করতে চায়, তাহলে এতে তাদের কোনো সমস্যা নেই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?