বিশ্বে করোনায় মৃত্যুর হয়েছে ৩২ লাখ ৫৫ হাজার ১৬২ মানুষের

অনলাইন ডেস্ক, ৬ মে।। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ১৬০ জন। আর মৃত্যুর হয়েছে ৩২ লাখ ৫৫ হাজার ১৬২ জনের। এর মধ্যে সুস্থ হয়েছে ১৩ কোটি ৩২ লাখ ১৪ হাজার ৭৭৪ জন। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে বৃহস্পতিবার সকালে এই তথ্য জানা গেছে।

সেখানে বলা হচ্ছে, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ২১ হাজার ২৪৪ জন ও ৫ লাখ ৯৩ হাজার ১৪৮ জন মারা গেছে।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, তবে মৃতের তালিকায় তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন এবং মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ১৫১ জন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৪৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ১৪ হাজার ৬৪৫ জনের।

এর পরের অবস্থানে থাকা ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৫৭ লাখ ৬ হাজার ৩৭৮ জন, মারা গেলে ১ লাখ ৫ হাজার ৬৩১ জন। আক্রান্তের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে তুরস্ক।

দেশটিতে ৪৯ লাখ ৫৫ হাজার ৫৯৪ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস, মারা গেছে ৪১ হাজার ৮৮৩ জন। তবে বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে মৃতের সংখ্যা তুরস্কের চেয়ে দ্বিগুণ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?