পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার প্রতিবাদে ত্রিপুরার রাজপথে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ মে।। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে সারা রাজ্যব্যাপী তৃণমূলের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর যে নিদারুণ সন্ত্রাস চলছে তা অমানবিক এবং নৃশংস বলে আখ্যা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

তিনি বলেন, খুন করা, বাড়িঘর লুঠ করা, মহিলাদের সম্ভ্রমহানির মতো ঘটনা ঘটছে। তার বিরুদ্ধে দেশজুড়ে দুদিন ব্যাপী প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল।

ত্রিপুরার প্রতিটি প্রান্তে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। অন্যদিকে বাংলায় ধর্মীয় প্রতিষ্ঠানের উপরেও আক্রমণ নামিয়ে আনা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলায় পৌঁছেছেন। আমি আশা করি বাংলার বিজেপি কার্যকর্তারা সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

https://www.facebook.com/bjpbiplab/videos/841397789789550/

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্টতা পেয়ে তৃতীয়বারের মতো শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জি শপথও নিয়েছেন।

https://www.facebook.com/watch/?v=845581536040184

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?