স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ৩ মে।। করোনার বিধিনিষেধ চলাকালীন ভিড় সামলাতে না পেরে অসহায় ধর্মনগর স্টেট ব্যাঙ্কের চিফ ম্যানেজার৷ দেশের পাশাপাশি রাজ্যেও করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ বাড়বাড়ন্ত৷
এই অবস্থায় মহকুমা প্রশাসন থেকে প্রতিদিন মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ঘোষণা দিয়ে চলেছে৷ পাশাপাশি মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ দেওয়া হয়েছে৷ এমতাবস্থায় সোমবার ধর্মনগর স্টেট ব্যাঙ্কের মুখ্য শাখায় যে ভিড় দেখা গেল তা করোনাকে আমন্ত্রণ ছাড়া আর কিছুই নয়৷
শাখার চিফ ম্যানেজার শৈবাল রায় নিজে এসে হাতজোড় করে দূরত্ব বজায় রাখার কথা বললেও, কে কার কথার কর্ণপাত করে৷ প্রশাসনের কাছে সাহায্য চান পরিস্থিতি স্বাভাবিক করার জন্য৷ কিন্তু কেউ তাকে সাহায্য না করায় অবশেষে সংবাদ কর্মীদের সাহায্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানান৷
এমন একটা অবস্থা দাঁড়ায় যে একজন ম্যানেজারের অসহায় হয়ে দাঁড়িযে থাকা ছাড়া আর কোন বিকল্প পথ ছিল না৷ আশ্চর্যের বিষয় হল, প্রশাসন থেকে সারাটা দিন করোনার বিধিনিষেধ নিয়ে ঘোষণার কাজ করলেও, দরকারের সময় কোন ধরনের প্রশাসনিক সাহায্য পাওয়া গেল না৷
এমনকি কোন প্রশাসনকি স্তরের ব্যক্তিও এই করুণ অবস্থা দেখতে গেলেন না৷ শুধুমাত্র কাগজপত্র আর ঘোষণাই সর্বস্ব, বাস্তবে সবই শূন্য৷ এরই বাস্তব চিত্র পরিলক্ষিত হয়েছে ধর্মনগরে৷