কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকদের বিশ্রী ভাষায় গালিগালাজ সহ দেখে নেওয়ার হুমকি দেয়়। সোমবার তেলিয়ামুড়া বাজারে পথ আটকে বিজেপি কর্মী সমর্থকদের মারধোর করে বলে অভিযোগ। বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক গোপাল বর্মন বলেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জয়়ে়র তেলিয়ামুড়াায়় বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো হয় । তিনি জানান কংগ্রেসের সমর্থক বিভাস দাস ও অনির্বাণ ধরের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হবে।
এদিকে আহত কংগ্রেস কর্মী বিভাস দাস অভিযোগ করে বলেন, উনি বাড়ি যাওয়ার সময় ২০-৩০ জন যুব মোর্চার কর্মী উনার পথ আটকে উনাকে মারধর করে । উনি দৌড়ে একটি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়েও উনাকে মারধোর করে বলে অভিযোগ করেন তিনি। উনার বাইকটিও ভাঙচুর করে যুব মোর্চার কর্মীরা বলে তিনি অভিযোগ করেন। এদিকে ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মৃদু লাঠিচার্জও করে। এতে করে উভয় দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়। বর্তমানে পরিস্থিতি সামাল দিতে তেলিয়ামুড়া বাজারে মোতায়ন করা রয়েছে বিশাল সংখ্যক টিএসআর বাহিনী। তেলিয়ামুড়ার পরিস্থিতি এখন থমথমে ।