অনলাইন ডেস্ক, ৩ মে।। টি-টোয়েন্টিতে জস বাটলারের প্রথম সেঞ্চুরির দিনে বড় জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। রবিবার আইপিএলে দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে তারা হারিয়েছে ৫৫ রানে। বল হাতে উজ্জ্বল ছিলেন রাজস্থানের বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। টস হেরে আগে ব্যাট করা রাজস্থান বাটলারের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২২০ রানের পুঁজি গড়ে।
যা তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৬৫ রানে থামে হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া দলটি এদিন একাদশ থেকেও ওয়ার্নারকে বাদ দেয়।
বাটলার ৬৪ বলে ১১ চার ও ৮ ছক্কায় খেলেন ১২৪ রানের ইনিংস। এ ছাড়া রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ৩৩ বলে ৪৮ রান করেন।
জবাব দিতে নেমে হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন মনিশ পান্ডে। ৩০ রান আসে জনি বেয়ারস্টো ব্যাট থেকে। অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ২০ রান।
মোস্তাফিজ ৪ ওভার বল করে ২০ রান খরচায় নেন ৩ উইকেট। ক্রিস মরিস ২৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরা হয়েছে বাটলার।
এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলা রাজস্থান এনিয়ে তৃতীয় জয়ের দেখা পেল। ৬ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের পাঁচে। সাত ম্যাচের ৬টিতেই হেরে হায়দরাবাদ আছে টেবিলের তলানিতে।