নতুন প্রতিনিধি, শান্তিরবাজার, ২৯ মে।। শান্তিরবাজার মহকুমা থেকে প্রায় ২০ কিলোমিটার দুরত্বে অবস্থিত কাঠালবাগান, পাগলা ছড়া ও দেবীপুর এডিসি ভিলেজ। পাহাড়ী এলাকা হবার সুবাদে এই এলাকার অধিকাংশ লোকজন জুম চাষের উপর নির্ভরশীল। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় উনারা দীর্ঘ অনেক বছর যাবৎ এই জুম চাষ করে যাচ্ছেন। জুম চাষ উনাদের একমাত্র আয়ের উৎস। এই জুম চাষে উনারা কোনো প্রকার সার ঔষধ ব্যাবহার করেন না। জৈবিক পদ্বতীতে উনারা উনাদের এই ফসল উৎপাদন করেন। জুম ক্ষেতের মধ্যে টংঘর বানিয়ে জুমের উৎপাদিত ফসল পাহাড়া দেন । উনারা জানান সরকারী কোনো প্রকার সাহায্য ছাড়াই উনারা এই ফসল উৎপাদন করে থাকেন। লকডাউন চলাকালীন সময় এলাকার লোকজন রেশন সামগ্রী ছারা কোনো প্রকার সাহায্য পাননি বলে জানান। এলাকার লোকজন জানান উনাদের সরকারিভাবে সহায়তার হাত বাড়ীয়ে দিলে উনারা খুবই উপকৃত হবেন।