গাড়িতে থাকা ময়লা আবর্জনা পচা গন্ধ এলাকার পরিবেশ কলুষিত করছে। এই রাস্তা দিয়ে চলাচল করা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে। নাকে মুখে রুমাল চাপা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। পাশাপাশি শতাধিক বাড়িঘর মানুষজন ঘরে পর্যন্ত থাকতে পারছেন না। ময়লা পরিবাহিতার এটি সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য পুর নিগমের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেননি। তাতে ক্ষোভে ফুঁসছেন ওই এলাকায় বসবাসকারী জনগণ এবং পথচলতি মানুষজন। স্থানীয় সূত্রে জানা গেছে গত বেশ কিছুদিন ধরেই গাড়িটি বিকল হয়ে সেখানে পড়ে রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ বিশালগড় পুর পরিষদ থেকে নিয়মিত কর আদায় করা হলেও জনগণকে প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে না।
বিভিন্ন ওয়ার্ড অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। ড্রেন ও রাস্তাঘাট সময়মতো পরিষ্কার করা হচ্ছে না। অনেক জায়গাতেই স্ট্রিট লাইট নেই। মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।