১০৩২৩ এর রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী জানালেন কোভিডকে কোনওভাবেই অবহেলা করা উচিত নয়

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ মে।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্তমান কোভিড পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় কোভিড সুরক্ষা বিধিনিষেধগুলি যথাযথভাবে মেনে চলার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোভিডকে কোনওভাবেই অবহেলা করা উচিত নয়। প্রত্যেকেরই সতর্কতামূলক সবধরণের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলায় প্রগতি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় একথা বলেন। তিনি বলেন, রক্তদান মহৎ দান।

ত্রিপুরার গ্রামেগঞ্জে এবং শহরের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থাগুলির উদ্যোগে স্বতস্ফূর্তভাবে রক্তদান কর্মসূচি প্রতিনিয়ত আয়োজিত হয়। বর্তমান কোভিড অতিমারি সময়ে এই মহতী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি উদ্যোক্তাদের সাধুবাদ জানান।

মুখ্যমন্ত্রী এদিনের রক্তদান শিবিরে গোমতী জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত রক্তদাতাদের প্রশংসা করে বলেন, অন্যের জীবন বাঁচাবার জন্য তারা এগিয়ে এসেছেন যা তাদের সুন্দর মানসিকতার পরিচয় বহণ করে।

এজন্য তিনি গর্ববোধ করেন। তিনি তাদের সুন্দর জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন। উল্লেখ্য, এই রক্তদান শিবির গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং তা আগামী ৪ মে ২০২১ পর্যন্ত চলবে। এদিনের শিবিরে ৪৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?