নতুন প্রতিনিধি, সোনামুড়া, ২৯ মে।। শুক্রবার সিপাহীজলা জেলার বিভিন্ন ব্লক গুলি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এইদিন সকালে প্রথমে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গোকুলনগর রাস্তার মাথা কমিউনিটি হলে সকল পঞ্চায়েত সদস্য সদস্যাদের নিয়ে সভা করেন। ঘূর্ণিঝড়ে কোন ক্ষতি হয়েছে কিনা এই বিষয়ে আলোচনা হয় সভায়। পাশাপাশি বহিঃরাজ্য থেকে যারা রাজ্যে ফিরে এসেছে তারা হোম কোয়ারেন্টাইন সঠিক ভাবে মানছে কিনা সেই বিষয়েও অবগত হন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত সদস্য সদস্যাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন কোন ঘাটতি রাখা যাবে না। পরে গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন সুকান্ত কলোনি এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা দুই যুবককে দেখে আসেন। এইদিন প্রথমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী গোকুলনগর ক্রীড়া দপ্তর অফিসে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলার জেলা শাসক চন্দ্রকুমার জমাতিয়া, জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী, বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দত্ত, নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুভাষ চন্দ্র দাস সহ গোকুলনগর পঞ্চায়েতের প্রতিনিধিরা। এছাড়াও মুখ্যমন্ত্রী এইদিন সিপাহীজলা জেলার অন্যান্য ব্লক গুলিও পরিদর্শন করেন।