নতুন প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। রাজধানীর মেলারমাঠস্থিত পরমার্থ সাধক সংঘের উদ্যোগে শুক্রবার শ্রী শ্রী রাধামদন মোহন মন্দিরে অনুষ্ঠিত হয় বিশ্বশান্তি মহাযজ্ঞ। বর্তমান করোনা পরিস্থিতি থেকে সমগ্র বিশ্বের মানুষকে পরিত্রাণের জন্য এই বিশ্বশান্তি মহাযজ্ঞের আয়োজন করা হয়। এই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। পুরহিতের মন্ত্র পাঠের মধ্যদিয়ে সাঙ্গ হয় এই মহাযজ্ঞ। এই মহাযজ্ঞে উপস্থিত সকলে করোনা পরিস্থিতি থেকে সমগ্র বিশ্বের মানুষ যেন মুক্তি পায় তার প্রার্থনা করেন। বর্তমানে সমগ্র বিশ্বে করোনার প্রকোপ চলছে। এই পরিস্থিতিতে মানব জাতীর কল্যাণে পরমার্থ সাধক সংঘের উদ্যোগে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি আরও জানান সমগ্র বিশ্বের কল্যাণের জন্য এই শান্তিযজ্ঞ করা হয়।