স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ এপ্রিল।। জিবি হাসপাতালে নাবালিকার বৃদ্ধ পিতা যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঠিক সেই সময়ে ওই নাবালিকাকে ফুঁসলিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে চেন্নাইয়ে চম্পট দিয়েছে বখাটে যুবক৷
ঘটনা সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন দক্ষিণ পাহাড়পুর গ্রামের নতুনটিলা এলাকায়৷ বখাটে যুবকের নাম রুবেল হোসেন৷ ঘটনার বিবরণে জানা যায়, গত চার দিন ধরে দক্ষিণ পাহাড়পুরের নতুনটিলা এলাকার এক বাসিন্দা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
এই সঙ্কটাপূর্ণ মুহূর্তেই সুযোগ সন্ধানী বখাটে যুবক রুবেল হোসেন বৃহস্পতিবার রাতে অসুস্থ ব্যক্তির নাবালিকা কন্যাকে ফুঁসলিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ শুক্রবার সকালের বিমানে তারা চেন্নাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেয়৷ এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়৷ এদিকে বৃহস্পতিবার রাতেই জিবি হাসপাতালে নাবালিকাটির বাবার মৃত্যু হয়৷ তাতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়৷
বিষয়টি পুলিশকে জানানো হয়৷ সিপাহীজলা জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক বনোজ বিপ্লব দাস ও যাত্রাপুর থানার ওসি যতীন্দ্র দাস তৎপরতা শুরু করেন৷ বিষয়টি চেন্নাই পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়৷ যথারীতি বিমানটি চেন্নাইয়ে পৌঁছলে বখাটে যুবক ও নাবালিকাকে বিমান বন্দরে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
শুক্রবার বিকেলের বিমানেই সিপাহীজলা জেলা থেকে পুলিশ চেন্নাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ রবিবারের বিমানে তাদেরকে আগরতলায় নিয়ে আসা হবে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷