স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ এপ্রিল।। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন রাজ্য কমিটির উদ্যোগে শুক্রবার মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সম্পাদক রামপ্রসাদ আচার্য বলেন, করোনার দ্বিতীয় ঢেউ আমাদের দেশেও মারাত্মক আঘাত এনেছে।
মৃত্যু মিছিল শুরু হয়েছে। অত্যাবশ্যকীয় অক্সিজেন এবং শয্যার অভাবে হাজার হাজার মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের যথেষ্ট সময় পেলেও তা করেনি বলে অভিযোগ করা হয়। এর চরম খেসারত ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।
আমাদের রাজ্যের হাসপাতাল গুলির পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছে সংগঠন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্বাস্থ্য অধিকর্তার কাছে প্রদেয় স্মারকলিপিতে পাঁচ দফা দাবি সনদ তুলে ধরা হয়েছে।