সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সাথে এডিসি’র নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের সৌজন্যমূলক সাক্ষাৎকার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ এপ্রিল।। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নে রাজ্য সরকারের সার্বিক সহযোগিতার কথা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সবকা সাথ-সবকা বিকাশ ও সবকা বিশ্বাস মন্ত্রকে পাথেয় করে এডিসি এলাকার উন্নয়নে রাজ্য সরকার সর্বতোভাবে সহযোগিতা করবে বলে মুখ্যমন্ত্রী নব নির্বাচিত এডিসির কার্য নির্বাহী সদস্যদের আশ্বস্ত করেন।

আজ বিকেলে মহাকরণে মুখ্যমন্ত্রীর অফিসকক্ষে টি টি এ ডি সির নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া সহ অন্যান্য ৭ জন কার্যনির্বাহী সদস্য মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মণও উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন। মুখ্যমন্ত্রী তাদের জনজাতিদের চিরাচরিত রিসা পরিধানের মাধ্যমে সম্বর্ধনা জ্ঞাপন করেন এবং স্মারক উপহার তুলে দেন।

রিসা পরিয়ে অভ্যর্থনা জানানোর জন্য এবং জনজাতিদের রিসাকে সামগ্রিকভাবে তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন এম ডি সি শ্রীমতী ডলি রিয়াং এবং এর জন্য তিনি সম্মানিত বোধ করেছেন বলে অভিমত ব্যক্ত করেন। আলোচনাকালে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, আগামী ২০২২ সালের মধ্যে এডিসি এলাকার সমস্ত রাস্তা পাকা করার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। এছাড়াও ২০২২ সালের মধ্যে এডিসি এলাকার প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মুখ্যমন্ত্রী বলেন, এডিসি এলাকার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ও বিদ্যালয়ে পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য রাজ্য সরকার প্রয়াস নিয়েছে। এছাড়াও এ ডি সি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল, বিদ্যুৎ, শিল্পবাণিজ্য এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করতে নবনির্বাচিত এডিসি কার্যকর্তাদের প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী শ্রীদেব এডিসির কার্যনির্বাহী সদস্যদের উত্থাপিত সংশ্লিষ্ট দপ্তর সম্পর্কীত বিভিন্ন এলাকার সমস্যার বিষয়ে অবহিত হন এবং এই সব সমস্যার সমাধানে সরকারের আন্তরিকতার কথা পুনরায় ব্যক্ত করেন। এডিসি এলাকার উন্নয়নে নবনির্বাচিত এম ডি সি-গণ রাজ্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবী জানিয়েছেন।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি নিষ্ঠার সাথে সম্পন্ন করতে এডিসি প্রশাসন সচেষ্ট থাকবে বলে আলোচনায় কার্যনির্বাহী সদস্যগণ মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন। এডিসি এলাকার প্রশাসনিক কাজে আরও গতি আনার জন্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাথে দ্রুত যোগাযোগের স্বার্থে ন্যূনতম দু’জন আই এ এস পদমর্যাদার অফিসার এ ডি সিতে দেওয়ার জন্য দাবী জানানো হয়৷

মুখ্যমন্ত্রী শ্রীদেব এডিসি এলাকার পরিকাঠামো উন্নয়নে কর্মরত অফিসারদের মানসিকতার পরিবর্তন, রাস্তাঘাটসহ নির্মান কাজের গুণগতমান বৃদ্ধি করা, প্রতিটি কাজের নিয়মিত ফলোআপ করা এবং একই রাস্তা ঘাটের কাজ যেন বারে বারে সম্পন্ন না করা হয় তার জন্য প্রথম নির্মান কাজের সময়েই নিয়মিত তদারকি করার জন্য নবনির্বাচিত এডিসি সদস্য ও অন্যান্যদের দায়িত্বসহকারে কাজ করতে আহ্বান জানান।

জনজাতিদের ঐ এলাকায় জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট পেতে যাতে অসুবিধা বা হয়রানি না হতে হয় তার জন্য সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে ক্ষমতা অর্পণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।প্রাতিষ্ঠানিক প্রসবের ক্ষেত্রে জনজাতি সম্প্রদায়ের মহিলাদের উৎসাহিত করা, মা ও শিশুর নিয়মিত যত্ন ও টিকাকরণ করতে উৎসাহিত করার জন্য মুখ্যমন্ত্রী পরামর্শ দেন।

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের পুরোনো বিল্ডিং এর সংস্কার এবং ঐ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক পরিষেবা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়। বিগত এডিসি প্রশাসনের কাজ পরিচালনায় যেসব অসঙ্গতি রয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করা হবে বলে নবনির্বাচিত প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। এডিসির কাউন্সিল ভবনে দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি রাখা হবে বলে নবনির্বাচিত প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে জানান।

সুস্থ পরিবেশে খোলামনে যাতে নবনির্বাচিত এডিসি প্রশাসন কাজ করতে পারে তার জন্য প্রতিনিধি দলটি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান।
আজকের আলোচনায় এডিসির নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্ৰ জমাতিয়া, কার্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা, সোহেল দেববর্মা, ডলি রিয়াং, রাজেশ ত্রিপুরা, ভবরঞ্জন রিয়াং, চিত্তরঞ্জন দেববর্মা এবং কমল কলই অংশগ্রহণ করেন।

প্রত্যেকেই তাদের নিজ নিজ এলাকার সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দপ্তরের বিভিন্ন সমস্যার বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। আলোচনার সময় মুখ্যমন্ত্রীর প্রধান সচিব জে কে সিনহা এবং শিল্প দপ্তরের সচিব ড. প্রশান্ত কুমার গোয়েল উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?