মিয়ানমারের দুই বিমানঘাঁটিতে হামলা

অনলাইন ডেস্ক, ২৯ এপ্রিল।। মিয়ানমারের দুটি বিমানঘাঁটিতে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। অন্যটিতে রকেট ফায়ার দেখা গেছে। ১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের ৩ মাস পর হামলার খবর পাওয়া গেল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্টী দায় স্বীকার করেনি।

সেনাবাহিনীর বক্তব্য জানার জন্য রয়টার্স একজন মুখপাত্রের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও জবাব আসেনি। বৃহস্পতিবার ভোররাতে মধ্যাঞ্চলীয় শহর মাগওয়ের নিকটবর্তী বিমান ঘাঁটিতে প্রথম হামলার ঘটনাটি ঘটে। এ সময় এই ঘাঁটিটিতে তিনটি বিস্ফোরণ ঘটে।

এর কিছুক্ষণ পর মাগওয়ের উত্তরপূর্বে দেশটির প্রধান বিমান ঘাঁটিগুলোর অন্যতম মেইকতিলায় পাঁচটি রকেট ছোঁড়া হয় বলে ঘটনার সময় কাছাকাছি থাকা সাংবাদিক থান উয়িন হ্লাইং এক পোস্টে জানিয়েছেন। তিনি একটি ভিডিও ক্লিপও পোস্ট করেছেন। এতে মাথার ওপর দিয়ে রকেট উড়ে যাওয়ার মতো আওয়াজ ও এরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্লিপটির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

রয়টার্স তাদের প্রতিবেদনে ডেল্টা নিউজ এজেন্সি নামের একটি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করেছে। তাদের ফেইসবুক পেজে গিয়ে এ বিষয়ে একাধিক পোস্ট দেখা গেছে। একটি পোস্টে স্থানীয় একজনকে উদ্ধৃত করে বলা হয়েছে, ঘাঁটিতে হামলার পরে সেনাবাহিনী ৬ জনকে মেরে ফেলেছে। মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?