হায়দরাবাদকে সহজেই হারাল চেন্নাই

অনলাইন ডেস্ক, ২৯ এপ্রিল।। বড় পুঁজি নিয়েও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় পাওয়া হলো না সানরাইজার্স হায়দরাবাদের। বরং ১৭২ রানের লক্ষ্যটা খুব সহজেই পেরিয়ে গেল মহেন্দ্র সিং ধোনির দল। বুধবার দিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল সাবেক চ্যাম্পিয়নরা।

অন্যদিকে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ এনিয়ে ছয় ম্যাচে পঞ্চম হারের স্বাদ পেল। লিগ তালিকাতেও সবার শেষে ওয়ার্নাররা। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ধোনির চেন্নাই। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়ার্নার।

জনি বেয়ারস্টোকে ২২ রানের মাথায় হারালেও ওয়ার্নারকে যোগ্য সঙ্গ দেন মনিশ পান্ডে। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েন। তবে লুঙ্গি এনগিদি একই ওভারে এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেওয়ায় চাপে পড়ে হায়দরাবাদ। সেই চাপ দূর করেন কেন উইলিয়ামসন। তার ১০ বলে ২৬ রানের সৌজন্যে ৩ উইকেটে ১৭১ রানে পৌঁছে যায় হায়দরাবাদ।

তবে রান তাড়া করতে নেমে এক বারের জন্যেও অস্বস্তিতে পড়েনি চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড় এবং ফ্যাফ ডু প্লেসি উদ্বোধনী জুটিতেই ১২৯ রান তুলে ফেলেন। ম্যাচের ভাগ্য ওখানেই নির্ধারিত হয়ে যায়। বেশি মারমুখী ছিলেন রুতুরাজ। ৪৪ বলে ১২ চারে ৭৫ রান করেন তিনি।

ডু প্লেসি ৩৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন। সুরেশ রায়না অপরাজিত ১৭ এবং রবীন্দ্র জাদেজা অপরাজিত ৭ রানে দলের জয় নিশ্চিত করেন। ৯ বল হাতে থাকতেই জয় নিশ্চিত হয় দলটির। ম্যাচসেরা হয়েছেন রুতুরাজ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?