পারিবারিক অশান্তির জেরে বিশালগড়ের কদমতলী কলোনি এলাকায় বৃহস্পতিবার এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছে।
গৃহবধুটির নাম আনোয়ারা বেগম। তার স্বামীর নাম জাহাঙ্গীর হোসেন। স্বামী পেশায় রাজমিস্ত্রি। জানা গেছে বেশ কিছুদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। পারিবারিক কলহের জেরেই গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। অগ্নিদগ্ধ গৃহবধূকে পরিবারের লোকজনরা বিশালগড় হাসপাতালে নিয়ে যান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গৃহবধূ অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে তার বাপের বাড়ির লোকজন ছুটে আসেন। বাপের বাড়ির লোকজনরা উত্তেজিত হয়ে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ভাঙচুর চালায়। তবে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। অগ্নিদগ্ধ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজনরা।
ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তাদের এক নিকটাত্মীয় মহিলা জানান নিজেই নাকি আগুন লাগিয়েছে। ওই মহিলা গৃহবধূর গায়ে আগুন নেভানোর চেষ্টা করেন। চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে অগ্নিদগ্ধ গৃহবধূকে হাসপাতালে নিয়ে যান। পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলেও ওই মহিলা জানান।
গৃহবধূ অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অগ্নিদগ্ধ গৃহবধূর বাপের বাড়ি থেকে এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার জন্য অগ্নিদগ্ধ গৃহবধূর শাশুড়ি ও ননাসকে দায়ী করেছেন অগ্নিদগ্ধ গৃহবধূর বাপের বাড়ির লোকজন। ঘটনার পর থেকে স্বামী পলাতক বলে জানা গেছে।